কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত, চালক গ্রেফতার

মো. রাসেল হোসেন, সাভার: আশুলিয়ার নরসিংহপুরে কভার্ডভ্যান চাপায় শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) মোনায়েম হোসেন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া কভার্ডভ্যানটি সনাক্তসহ এর চালককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার(২২ মার্চ) সন্ধায় গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানার ভিতর থেকে কভার্ডভ্যানটি জব্দ ও এর চালককে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, গত ৬ ফেব্রুয়ারী ভোরে আশুলিয়ার নরসিংহপুরে দায়িত্ব পালনরত অবস্থায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত কভার্ডভ্যান শিল্প পুলিশ-১ এর এসআই মোনায়েম হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই পুলিশ কর্মকর্তা।

এই ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ সড়ক-মহাসড়কের সিসিটিভি বিশ্লেষণ করে প্রথমে কভার্ডভ্যানটি সনাক্ত করে। পরে এর চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করে৷ তারই ধারাবাহিকতায় আজ গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি কারখানার ভিতর থেকে কভার্ডভ্যানটি জব্দ করা হয়। এবং গ্রেফতার করা হয় এর চালক বাশার মিয়াকে। চালক বাশার মিয়াকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

চালক বাশার মিয়া নোয়াখালী জেলার কবিরহাট থানার চর আলগী এলাকার শাহ জাহানের ছেলে।

Print Friendly, PDF & Email

Related Posts