বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে  ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার  শ্রমিকরা। এঘটনায় সড়কের দু’পাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টা থেকে ধামরাইয়ের কালামপরের জয়পুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে দেপাশাই এলাকার উদীচী ক্রাফট প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত দুই মাস ধরে তাদের বেতন দেই দিচ্ছি বলে টালবাহানা করছে মালিক পক্ষ। সর্বশেষ আজ বেতন দেওয়ার কথা থাকলেও কোন কিছু না বলে অনির্দিষ্ট কালের জন্য কারখানা  বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। পরে শ্রমিকরা সড়কে নেমে আসে।

পোশাক শ্রমিক নাজমুল ঢাকাপোস্টকে বলেন,  আমরা দুই মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন না পেয়ে আমাদের স্বাভাবিক চলফেরা বিঘ্নত হচ্ছে। আমরা খাইতে ও ঘুমাতে পারছি না। দোকানদার বাকিতে আর খরচ দিচ্ছে না। বাড়িওয়ালা বাড়িতে উঠতে দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা সড়কে নেমেছি।

খোদেজা আক্তার নামের শ্রমিক জানান, বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। বেতন না পেয়ে পেট চালানোই তাদের দায় হয়ে পড়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সড়কের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts