অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বৃহস্পতিবার (০১.০৪.২০২১) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বল রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের অবদানের উপর ভিত্তি করে তৈরি করা গান ‘অভিবাসী তোমায় সালাম’ এর ভিডিও লঞ্চ করেছে ওকাপ। গানটির গীতিকার, সুরকার ও শিল্পী হায়দার হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি । বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি এবং মো. শামসুল আলম, ডিজি, বিএমইটি।
ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওকাপের চেয়ারপার্সন শাকিরুল ইসলাম।
করোনা মহামারির এই সংকটকালীন সময়ের মধ্যেও যেসব সাংবাদিক ‘শ্রম অভিবাসন’ এবং শ্রম পাচার বিষয়ে দক্ষতার সঙ্গে বিভিন্ন মিডিয়ায় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন তারা ওকাপ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ এর জন্য মনোনীত হন। প্রাথমিকভাবে ১৮ জন সাংবাদিককে শর্টলিস্ট করা হয়। জাতীয় পর্যায়ের ‘প্রিন্ট’ এবং ‘ইলেকট্রনিক’ মিডিয়া ছাড়াও জেলা পর্যায়ের প্রতিনিধিত্ব করে এমন সাংবাদিক, বিশেষ করে ফরিদপুর (চরভদ্রাসন উপজেলা), মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ (আড়াইহাজার উপজেলা), এবং নরসিংদী এলাকায় ওকাপের কর্মএলাকাগুলোতে অভিবাসনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উপর প্রতিবেদন জমা দেন। বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে প্রতিবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে ৮ জন সাংবাদিক পুরস্কারের জন্য মনোনীত হন।
বিজয়ীদের তালিকা
প্রিন্ট মিডিয়া সাংবাদিক
আরাফাত আরা, স্টাফ রিপোর্টার, ফিনান্সিয়াল এক্সপ্রেস
মুহাম্মদ ওয়াসিম উদ্দিন ভূইয়া, ফ্রিল্যান্স সাংবাদিক, শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ
মোঃ মহিউদ্দিন, সিনিয়র রিপোর্টার, প্রথম আলো
আবুজর আনসার উদ্দিন আহমদ, স্টাফ রিপোর্টার, সমকাল
ইলেকট্রনিক/টিভি মিডিয়া সাংবাদিক
আলমগীর হোসেন, রিপোর্টার, যমুনা টিভি
মোঃ শরীফ ইকবাল, বাংলা টিভি, স্থানীয় সংবাদদাতা, নরসিংদী
স্থানীয় সাংবাদিক
মোঃ মাসুম বিল্লাহ, সম্পাদক, আমাদার আড়াইহাজার
মোঃ শিহাবউদ্দিন মুসা, চিফ রিপোর্টার, আমার বিক্রমপুর, মুন্সীগঞ্জ
নির্বাচিত সাংবাদিকেরা অভিবাসন খাতে সংঘটিত প্রতারণা, অপব্যবহার, লিঙ্গ ভিত্তিক সহিংসতা, এবং নিয়োগ প্রক্রিয়ায় শোষণ, অভিবাসী শ্রমিকদের বিশেষত নারীদের ক্ষেত্রে অভিযোগের প্রতিকারের পাশাপাশি বিচারের অধিকার এবং বিচার ব্যবস্থার উন্নতি নিশ্চিতকরণে সরকারের আইনী বাধ্যবাধকতা এবং সরকারের পদক্ষেপসমূহ নিয়ে প্রতিবেদন প্রদান করেন।
শিল্পী হায়দার হোসেনের কণ্ঠে ‘অভিবাসী তোমায় সালাম’ গানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।