বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনার উপসর্গ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
শনিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধনীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানিয়েছেন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান ।
জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম জানান, বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনার উপসর্গ ছিল। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।
হাসান শাহরিয়ারের মৃত্যুতে দেশের সংবাদ মাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রীর শোক: হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার এক শোক বার্তায় ড. মোমেন বলেন, ‘সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। তার মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট সাংবাদিককে হারালাম।’
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক এ সভাপতির মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।