ধামরাইয়ে করোনা ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন পৌর মেয়র

মো. রাসেল হোসেন, ধামরাই: সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের ভ্যাক্সিন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা করোনা ভাইরাসের ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন।

রিপোর্ট লেখা পর্যন্ত পৌর মেয়র গোলাম কবির সহ ১৩২ জন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাসের ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিযেছেন।

ওই সময় ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর মেয়র গোলাম কবির সাংবাদিকদের বলেন, সুস্থ থাকতে হলে দ্বিধা দন্ড ভুলে অবশ্যই করোনার ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকাও নিতে সকলের প্রতি আহবান জানান। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানান।জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পড়ারও আহবান জানান।

এ সময় পৌর মেয়র গোলাম কবির মোল্লার ভ্যাক্সিন নেওয়ার পর ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসানও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন।

গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন।এর মধ্যে নমোনা সংগ্রহ করা হয়েছে ২৩১ জন। এর মধ্যে আক্রান্তর সংখ্যা পৌর সভায় বেশি।

Print Friendly, PDF & Email

Related Posts