জ.ই বু্লবুল: চট্টগ্রাম-নাজির হাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতি থেকে প্রতিবছরের ন্যায় এবছরও মহামারি করোনাকালে ঈদ বোনাস ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাটহাজারী বাসস্ট্যান্ডের এক হোটেলে আলোচনা শেষে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সমিতির যুগ্ন-সম্পাদক মো.ফারুক খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহানের সঞ্চালনায় এ বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মন্জুরুল আলম মনজু ও সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত মহাসচিব মো.আহসান উল্লাহ চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন যুগ্ন-সম্পাদক মো.শাহজাহান, মো. ইসমাইল, মো. কামাল উদ্দিন, মো. সেলিম, এয়ার মোহাম্মদ, আব্দুর রহিম মুন্না, মো. হারুনসহ আরো অনেকে।
সমিতির ফান্ড থেকে প্রতিবছরের মতো এ বছরও মহামারি করোনাকালে ৩ শত মালিকদের মোট চৌদ্দ লাখ টাকার ইফতার সামগ্রী ও বোনাস প্রদান করা হয়।
এ প্রসঙ্গে পরিবহন মালিক সমিতির সভাপতি মো. খোরশেদ আলম ও মহাসচিব মন্জুরুল আলম বলেন, আমরা প্রতিবছরের মতো এ বছর করোনাকালেও পিছিয়ে নেই মহতী কাজে। সংগঠনের যাবতীয় উন্নয়ন ও গতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সব সময় বদ্ধপরিকর। সবার সহযোগীতা পেলে পরিবহন সেবায় আরো নতুনত্ব আনতে পারবো।