ধামরাইয়ে লকডাউন অমান্য, ৩ দোকানিসহ ১৫ জনকে আর্থিক জরিমানা

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে লকডাউন অমান্য করে দোকান খোলায় ৩ দোকান মালিক সহ  স্বাস্থ্য বিধি না মানায় ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল)  দুপুরে ধামরাই বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

ধামরাই বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় মতিপাল এন্ড সন্স, আনোয়ার সেনিটারী মার্ট ও জেরিন ইলেকট্রনিক্স প্রত্যেককে ১০ হাজার করে সর্বমোট ৩০ হাজার এবং সীতি বাজার ও আড়ালিয়া এলাকায় আরোও ১২ জনকে ৩২০০ টাকা জরিমানা করা করেন।

এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ধামরাই বাজার, সীতি বাজার, আড়ালিয়া এলাকায় তিন দোকানি নহ ১৫ জনকে ৩৩২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় তিনি আরোও বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কিন্তু অনেকেই তা মানছে না। সরকারি নির্দেশনা পালন এবং করোনার ভয়াল থাবা হতে জনগণকে রক্ষা করা এবং সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Related Posts