ধামরাইয়ে ৫শ জনের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েব রোধে ৫শত জনের মাঝে (সুরক্ষ সামগ্রী) মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামে মাই টিভির এক যুগ পূর্তি উপলক্ষে ধামরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার এ সুরক্ষা সামগ্রী বিতরন করেন।

এসময় ধামরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। ওই সময় তিনি বলেন করোনা ভাইরাস থেকে বাচঁতে হলে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। আর যারা এ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন নয় তাদের সচেতন করতে হবে।সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে।সরকারি সকর প্রকার বিধিনিষেধ মেনে চলতে হবে।

এসময় করোনা ভাইরাসে আক্রান্ত স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ সহ সকলের সুস্থতা কামনা করে ও মাই টিভির চেয়ারম্যান নাছির উদ্দীন সাথী দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

Related Posts