ইফতেখার শাহীন: বরগুনা শহরের উত্তর পাড় গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রাম থেকে একটি আধুনিক রিভলভার ও ৪ রাউন্ড গুলিসহ বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে রিপন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
তারবাড়ী আমতলি পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায়। কয়েকমাস আগে বরগুনার খাজুরতলায় বাসাভাড়া নিয়ে সে বসবাস করে আসছে। রিপন নিজেকে একজন শ্রমিক দাবী করলেও মাদক ব্যাবসার সাথে অস্র ব্যাবসায়ও জড়িত আছে বলে জানায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ওসি আবুল বাশার জানান, রিপন একজন তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী। দীর্ঘ দিন যাবৎ তাকে মাদকসহ গ্রেপ্তারের চেস্টা করা হচ্ছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিপনের অবস্থানের সংবাদ পেয়ে ডিবি পুলিশেরর ওসি আবুল বাশারের নেতৃত্বে অভিযান চালিয়ে রিপনের ঘর তল্লাশি করে চকির নীচে পেরেক দিয়ে আটকানো অবস্থায় গুলি ভর্তি রিভলভার উদ্বার করে ডিবি পুলিশ সদস্যরা । তার বিরুদ্ধে অস্র আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।