মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে ধাইরা গ্রামে গাজীখালী নদী ভরাট করে মাটির ট্রাক চলাচলের জন্য লিঙ্ক (রাস্তা) বানিয়ে তিন ফসলির জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে যুবলীগ নেতা মোশাররফ হোসেন। এর ফলে নদীর পানি স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।নদীতে ভেসে আসা ময়লা আবর্জনা আটকে থেকে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে বলছেন নদীর পাড়ে বসবাস করা বাসিন্দারা।
মোশাররফ হোসেন ধাইরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং নান্নার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী। তবে স্থানীয়রা বলছেন, মোশাররফসহ তার পুরো পরিবার বিএনপি সমর্থন করেন। শুধু মাটির ব্যবসা করা জন্য তিনি যুবলীগের নাম ভাংগিয়ে চলেন।
মোশাররফ হোসেন জে.এন ব্রিকস্ নামে একটি কাগজপত্রবিহীন শুধুমাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে তিন ফসলি জমির উপর ইট ভাটা পরিচালনা করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, ক্ষমতার দাপটে নদী ভরাট করে মাটির ব্যবসা করছে মোশাররফ। এতে আমাদের না সমস্যা হচ্ছে।নদীতে স্বাভাবিক পানি চলাচল করতে পারছে না। যার কারনে নদীর পাড়ে না প্রকার ময়লা আবর্জনা স্তূপ তৈরি হয়ে সেগুলো পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনিতে নদীতে বিভিন্ন কলকারখানার কেমিক্যাল পানি ফেলছে নদী দূষণ করছে। তার উপর নদীতে ভরাট করে পানি প্রবাহ বন্ধ করে রেখেছে মোশাররফ। এ যেন মরার উপর খরার গাঁ।
এসব বিয়ষে জানতে মোশাররফ হোসেনের কাছে গেলে, তিনি বলেন, নদী ভরাট ত আমরাই করুম। আমরা আওয়ামী লীগ করি।আমরা নদী ভরাট করুম না কেরা করবে। আমরা মাটি লিঙ্ক চালামু না কে চালাবে? আমরাই ত মাটির ব্যবসা করুম, কারন আমরা আওয়ামী লীগের ডোনার। আমরা দলকে টাকা দিয়ে চালাই। আমার বিষয়ে অভিযোগ দিয়ে কোন লাভ হবে না আমরা আওয়ামী লীগের লোক।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক বলেন, নদী ভরাট করে মাটির লিঙ্ক পরিচালনা করছে এটা আপনাদের কাছ থেকে শুনলাম। আমি খোঁজ নিয়ে দেখব। যদি এর সত্যতা পাই তাহলে যে এই কাজ করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।