ধামরাইয়ে নদী ভরাট করে রাস্তা নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে গাজীখালি নদী ভারাট করে মাটির লিক(রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশারফ হোসেন নাম এক কথিত যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।

মোশারফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে।

এসময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, মোশারফ হোসেন নদী ভরাট করে রাতের আঁধারে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগে পাই। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাই। এজন্য মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেওয়া হয় এবং নদীর বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়। মোশারফ ৫০ হাজার টাকা জরিমানা নগদ পরিশোধ করায় এবং পরিবর্তীতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

Related Posts