জ.ই বু্লবুল: চট্টগ্রামে ৪ মে’র মধ্যে সিদ্ধান্ত না এলেও ৫ মে থেকে গণপরিবহণ চলাচল করবে বলে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহণের মালিক গ্রুপ-শ্রমিকেরা।
রোববার (২ মে) চট্টগ্রামের স্টেশন রোডে বিআরটিসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
এসময় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে মহাসচিব আলহাজ্ব মঞ্জুরুল আলম মঞ্জু’র লিখিত বক্তব্য তুলে ধরেন।
স্বাস্থ্য বিধি মেনে তাদের এই সংবাদ সম্মেলনে গত এক বছরের ব্যাংকের ঋণ কিস্তির সুদের টাকা মওকুফসহ হয়রানি ও পুলিশের মামলা বন্ধ, গাড়ির ডকুমেন্ট হালনাগাদের সময় বৃদ্ধিরও দাবি জানান তারা।
এছাড়া তারা অভিযোগ করে বলেন, লকডাউনে শুধু গণপরিবহণ বন্ধ রেখে কলকারখানা, শপিংমলসহ সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং গণপরিবহণ বন্ধ রেখে মোটরসাইকেল, ট্রাক, অ্যাম্বুলেন্সে পুলিশের সামনে গাদাগাদি করে যাত্রী পরিবহণ করা হচ্ছে। এতে তো আরো মারাত্মক স্বাস্হ্য ঝুঁকিতে রয়েছে মানুষ। তাহলে আমরা কেনো বঞ্চিত হবো। আমরাতো সরকারের নীতিমালা ও স্বাস্থ্য বিধি মেনেই চালাতে চাই।
তাদের সকল ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্ট বিভাগ সকলের আশুদৃষ্টি কামনা করেছেন।