বাসাইলে এস-জাহান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে টাঙ্গাইলের বাসাইলে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন এস জাহান চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মের্সাস সামা কর্পোরেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো: এস-জাহান চৌধুরী লিটন।

শুক্রবার (৩০ এপ্রিল) সাড়ে ৩ টার দিকে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর হাটখোলা মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এস জাহান চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বাসাইল উপজেলার সৈয়দামপুর, রাশড়া, সিংগারডাক, পৌলি, ঢংপাড়া, ব্রাহ্মনপাড়িল, আন্দিরা পাড়া, বাসাইল কলেজ পাড়াসহ ৩ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্যাকেটে দুই কেজি পোলার চাউল, দুই কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি ছোলা, ১লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই, ২৫০ গ্রাম গুড়া দুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রউফ চৌধুরী, সমাজসেবক আকবর চৌধুরী, সমাজসেবক জাফর চৌধুরী ও রাশড়া সু-চিন্তাশীল যুব সমাজের সদস্যবৃন্দ সহ প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

Related Posts