করোনা সংক্রমণে আইপিএল স্থগিত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল আইপিএল। ভারতজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড এই লিগ স্থগিত করে দিয়েছে। বেশ কয়েকটি দলের কয়েকজন খেলোয়াড় সম্প্রতি করোনা পজিটিভ হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এই লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

চলতি টুর্নামেন্ট গতকাল ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছে করোনায়। এদিন কলকাতার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের আক্রনান্ত হন করোনায়। এর পর আজ আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা।

এ ছাড়া চেন্নাই সুপার কিংসের কর্মতাকর্তা-কর্মী ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠকর্মীরা করোনায় আক্রান্ত হন। গতকাল এসব আক্রান্তের খবরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়েছিল মুম্বাইয়ে এক শহরের মধ্যে ৮টি দল রেখে বাকি ম্যাচগুলো আয়োজন করতে।

কিন্তু আজ সানরাইজার্স ও দিল্লির ক্রিকেটার আক্রান্ত হঅয়ার পর জরুরি মিটিংয়ে স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

Print Friendly, PDF & Email

Related Posts