আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে হেল্প এ্যান্ড নলেজ প্রোগ্রামের আওতায় প্রতিবছরের ন্যায় স্থানীয় দরিদ্রদের মাঝে টিউবওয়েল এবং ঈদউপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুরে উপজেলার কাউলজানী ইউপি’র প্রত্যন্ত গ্রাম গিলাবাড়িতে চারটি পরিবারের মাঝে টিউবওয়েল এবং দুই শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। সুন্ন্যা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজ সেবক আঃ আজিজ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ শাহাদত হোসেন, বাসাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,হেল্প এন্ড নলেজের ব্যাবস্থাপক আবু জাফর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামছুল ইসলাম, মোঃ শাহজাহান প্রমুখ।
হেল্প এন্ড নলেজের সাধারন সম্পাদক কামরুল হাসান শুভেচ্ছা বক্তব্যে বলেন, সংগঠনটি ২০১২ সাল থেকে বাংলাদেশের পিতামাতাহীন অনাথ শিশুদের শিক্ষা,চিকিৎসা,স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে নগদ অর্থ এবং অসহায়দের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় সম্প্রতি অসহায় দরিদ্রদের মাঝে টিউবওয়েল এবং ১শত ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে এক কেজি পোলাওয়ের চাউল, এক কেজি চিনি, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট সেমাই, ছোট এক প্যাকেট দুধ,কিছু ফল বিতরন করেছে।
এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগেও সহায়তা করবে এই সংগঠন।