বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দুই দিন আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ে ম্যানচেস্টার সিটির শিরোপার জন্য অপেক্ষা বাড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিস্টার সিটির বিপক্ষে আর পেরে উঠলো না তারা। নগর প্রতিদ্বন্দ্বীর হারে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো ম্যানসিটি।
মঙ্গলবার রাতে ম্যানইউ ২-১ গোলে হেরেছে লিস্টারের কাছে। তাতে ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। বাকি তিন ম্যাচ জিতলেও ম্যানসিটির ৮০ পয়েন্ট ছুঁতে পারবে না রেড ডেভিলসরা।
তিন দিন আগেই চেলসিকে হারিয়ে শিরোপা জিততে পারতো ম্যানসিটি। কিন্তু হেরে যায় তারা। এবার নিশ্চিন্ত মনে ২৯ মে’র চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যাচ নিয়ে ভাবতে পারবেন পেপ গার্দিওলা। থমাস টুখেলের চেলসির কাছে দুইবার হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ইস্তানবুলে।
একই সঙ্গে ট্রেবল জয়ের দ্বিতীয় সুযোগ আগেই লিগ কাপ জেতা সিটিজেনদের। এ নিয়ে গার্দিওলা ক্লাবটির সঙ্গে তৃতীয় লিগ শিরোপা জিতলেন, সব মিলিয়ে নবম ট্রফি।