বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ যাই ঘটুক, দর্শকের জন্য এবারের ঈদে সিনেমা মুক্তি দিবেন। এমন কথাই দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। করোনাকালের এই দুঃসময়েও কথা রেখেছেন এই তারকা!
বৃহস্পতিবার ঈদ উপলক্ষে অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাইজান’। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বড়পর্দার বদলে ওটিটি প্লাটফর্মেই মুক্তি পেয়েছে এই ছবি।
দুপুর ১২টার পর থেকে ওটিটি প্লাটফর্মে দেখা যাচ্ছে ‘রাধে’। তবে বিদেশে প্রেক্ষাগৃহেই সালমানের এই ছবি দেখতে পারবে দর্শক।
গত বছর ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমানের এই ছবির। তবে লকডাউন ও করোনা অতিমারীর ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। ছবির শুটিংওছিল অসম্পূর্ণ। তবে সেসব সামলে ঈদ উপলক্ষে দর্শকদের সামনে শেষপর্যন্ত নিজের নতুন ছবি নিয়ে হাজির হয়েছেন সালমান।
মুক্তির আগে একটি ভিডিও শেয়ার করেছেন সালমান। ভিডিওতে বললেন, কথা দিলে তিনি শেষপর্যন্ত তা রাখেন। তাই সেই ‘কমিন্টমেন্ট’ এর সুবাদেই শত হয়রানি সত্ত্বেও ওটিটির পর্দায় তিনি নিজের নতুন ছবি হাজির করেছেন। এরপরেই দর্শকদের উদ্দেশে তার অনুরোধ কেউ যেন ‘পাইরেসি’-কে সমর্থন না করেন।
ভিডিওতে সালমানকে বলতে শোনা যায় যে, একটি সিনেমা তৈরি ও পরিবেশনার পিছনে অসংখ্য মানুষের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে থাকে। তাই সেই ছবি যখন কিছু মানুষ সঠিক পদ্ধতিতে না দেখে ‘পাইরেসি’-র সাহায্যে দেখেন তা তাঁকে যারপরনাই ব্যথিত করে। এরপরই সালমান বলেন তিনি কথা দিয়েছিলেন যে ঈদেই দর্শকদের ‘উপহার’ দেবেন ‘রাধে’- সেই ‘কমিটমেন্ট’ তিনি রেখেছেন। এবার পালা দর্শকদের।
তিনি বলেন, দর্শকরা যেন পাইরেসি ভিডিও দেখার বিরুদ্ধে সোচ্চার হয়ে সঠিক পদ্ধতিতে নিৰ্দিষ্ট ওটিটি প্লাটফর্মেই ‘রাধে’ দেখেন। ছবিতে সালমান খান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।