রোজিনার মুক্তির দাবিতে সাভার-ধামরাইয়ে সাংবাদিকদের মানববন্ধন

রাসেল হোসেন, সাভার: রাষ্ট্রীয় গোপনীয় নথি চুরির অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে ঢাকার সাভার ও ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী সাভার প্রেসক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সামনে আলাদা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রোজিনার মুক্তি ও তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। এর আগে গতকাল (১৮ মে) সাভারের আশুলিয়ায়ও প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন করা হয়।

এসব সমা‌বে‌শে বক্তারা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান।

তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।

 

Print Friendly, PDF & Email

Related Posts