বরগুনায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

ইফতেখার শাহীন: বরগুনা সিভিল সার্জন অফিসের উদ্দোগে আজ ৩ জুন বৃহস্পতিবার সিভিল অফিস মিলনায়তনে বিকাল ৪ টায় ভিটামিন “এ”ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। ৫ জুন ২০২১ থেকে পক্ষকাল ব্যাপী ইপিআই কেন্দ্র সমুহে জাতীয় “এ”প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে মোটঃ ১ লক্ষ ১৬ হাজার ৩’শ শিশুকে বরগুনা জেলায় ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানো হবে।

ওরিয়েন্টশন কর্মশালায় জানানো হয়, বরগুনা জেলায় ৯৫৮ টি কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হবে। এই এসকল কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ১৭২ জন,পরিবার কল্যান সহকারী ১৮৩, সিএইচসিপির, ১১২ জন ছাড়াও ৪৯৭ জন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা দায়িত্বপালন করবেন।

সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান ‘এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় প্রতিপাদ্য বিষয়ে উপস্থাপন করেন, ডাঃ শামিমা নাসরিন, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস, ফোরকান আহমেদ সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা, খাঁন সালামত উল্লাহ,স্বাস্থ্য তত্তাবধায়ক। ওরিয়েন্টশনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ৪০ জন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts