নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম পরিবর্তন করে ‘গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা’ করা হচ্ছে।
শনিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু নাছের বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এ নাম পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাভিত্তিক মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান। এটি আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রের ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় ঢাকায় স্থাপিত হয়। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত একটি কলেজ। এই কলেজের কোর্সগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের আওতাধীন।