৪৬ বছর বন্ধ থাকা সুয়াপুর নান্নার কলেজ ফের উদ্বোধন

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ ৪৬ বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবের হাত ধরে ফের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুন) বিকেলে সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে কলেজ শাখা পুনরায় উদ্বোধন করা হয়। অত্র কলেজ শাখা উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। ওই সময় সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের প্রধান ফটক চেয়ারম্যানের মায়ের নামে কমলা ফটক উদ্বোধন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোহরাব।

এসময় সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত জননন্দিত চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেয়াসমিন মুক্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আয়ূব, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু, সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় সাহাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

 

Print Friendly

Related Posts