খান মাইনউদ্দিন, বরিশাল: মানবিক পুলিশ এড়িয়ে যেতে পারে না তার মানবিক দায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নির্দেশে সর্বদা মানবিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে বিএমপি’র প্রতিটি সদস্য।
মঙ্গলবার (৮ জুন) অজ্ঞান পার্টির শিকার এক মুমূর্ষু ব্যাক্তিকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। বরিশাল নগরীর কাকলীর মোড়ে পেশাগত দ্বায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। হঠাৎ বগুড়া রোডের মুখে এক অজ্ঞাত ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে তিনি ছুটে যান এবং কাছে গিয়ে মুমূর্ষু ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু অসুস্থ ব্যাক্তি তার নাম, ঠিকানা, মোবাইল কিছুই দিতে পারেননি। সমস্ত শরীরে ক্ষতচিহ্ন ছিল, এমনকি মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এমতাবস্থায় তিনি কাকলীর মোড় পুলিশ বক্সে উপস্থিত টিআই মোঃ আঃ রহীমকে বিষয়টি জানান। টিআই মোঃ আঃ রহীমের নির্দেশে কনস্টেবল মোঃ শাহ জালালকে সাথে নিয়ে মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য দ্রুত শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক। কিভাবে ঐ ব্যক্তি এই নির্মম ঘটনার শিকার হয়েছেন সেটা এখনো জানা সম্ভব হয়নি।তবে ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তিকে কোন অজ্ঞান পার্টি নেশা জাতীয় দ্রব্য পান করিয়েছে এবং সাথে থাকা টাকা পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েছে।
এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় এর নির্দেশ ও ডিসি ট্রাফিক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা মহোদয়ের নেতৃত্বে আমরা ট্রাফিক বিভাগ যানজট নিরসনের পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় কাকলীর মোড়ে অজ্ঞাত এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পরিচয় জানার চেষ্টা করেছি। কোন ভাবেই ঐ মুমূর্ষু ব্যাক্তি তার পরিচয় দিতে পারেননি। তাই নিজে দ্বায়িত্ব নিয়ে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।
তিনি বলেন, রাস্তায় দায়িত্ব পালন করে যানজট নিরসনের পাশাপাশি মানবিক কাজের সাথে নিজের নিয়োজিত রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় আমাদের অনুপ্রেরণা প্রদান করেন। আমি শুধু সেই অনুপ্রেরণা অনুসরণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখে জনগণের সেবা করতে পারি।