সড়ক পার হতে গিয়ে বাস ও সিএনজির মাঝখানে পড়ে মৃত্যু

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে সড়ক পার হতে গিয়ে বাস ও সিএনজির মাঝখানে পড়ে আহত পথচারী কবির হোসেন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকালের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। সে ধামরাইয়ে রাইজিং টেক্সটাইল কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

পুলিশ জানায়, সকালের দিকে শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় সড়কের দুইদিক থেকে আসা বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পরিবহনের মাঝখানে পড়ে গুরুতর আহত হন ভুক্তভোগী। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Print Friendly

Related Posts