আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের বিভাগীয় ক্যাডেট (এসআই) ১৯তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) ময়নুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) মারুফা আক্তার প্রমুখ। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ময়নুল ইসলাম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি ৪টি ক্যাটাগরিতে প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
এবার ১৯ তম ব্যাচের মোট প্রশিক্ষনার্থী ছিলেন ৮৭৭ জন। প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন কারণে ২২৫ জনকে অব্যাহতি দেয়া হয়।
এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) ময়নুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৮৭৭ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে ২২৫ জনকে অব্যাহতি দেয়া হয়। ৬৫২ জন প্রশিক্ষনার্থী চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। তবে সে সব প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেয়া হয়েছে তারা পুনরায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।