বরগুনায় আবাসনে বাসস্থানের দাবীতে ছিন্নমূলদের মানববন্ধন

ইফতেখার শাহীন: বরগুনা পৌর শহরের খাল খননে উচ্ছেদকৃত বাস্তভিটাহীন পরিবারদের গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা আবাসন প্রকল্পে বাসস্থান পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে বরগুনা জেলা বাস্তহারা ছিন্নমূল সমিতি।

বুধবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরগুনা জেলা বাস্তহারা ছিন্নমূলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বাস্তহারা ছিন্নমূল সমিতির উপদেষ্টা সুখরঞ্জন শীল, সাধারণ সম্পাদক টুনু মাস্টার, সাবেক সভাপতি আবদুস সত্তার হাওলাদার, সাবেক সভাপতি আলতাফ হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য বাবুল হাওলাদার, আবদুল গনি খাঁন ও নিজাম উদ্দিন।

বক্তারা, বরগুনা পৌর শহরের ভাড়ানী খাল খননে খালপাড়ের যত বাস্তভিটাহীন ছিন্নমূল পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। খাজুরতলা আবাসনে এই বাস্তভিটাহীন ছিন্নমূল পরিবার যাতে ঘর পাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবী জানান তারা ।

Print Friendly

Related Posts