বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গুঞ্জনটাই সত্যি হল। চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলাফল, রিয়াল মাদ্রিদ বুধবার রাতে ক্লাব ওয়েবসাইট মারফত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বার্নাব্যু ছাড়ছেন তাদের অন্যতম সফল খেলোয়াড়, অধিনায়ক, ডিফেন্ডার সার্জিও রামোস।
চলতি জুনের ৩০ তারিখ পর্যন্ত মেয়াদ আছে রিয়াল-রামোসের বর্তমান চুক্তির। দুই সপ্তাহেরও কম বাকি। নতুন চুক্তি আবশ্যক ছিল। কিন্তু দুপক্ষের মত মেলেনি এক জায়গায় এসে।
বেতন কমাতেও রাজি হয়েছিলেন রামোস। বর্তমানের চেয়ে ১০ শতাংশ বেতন কম নিতেন। সঙ্গে অধিনায়ককে এক বছরের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল বার্নাব্যুর কর্তারা, এখানেই আপত্তি।
রামোস চেয়েছিলেন নতুন চুক্তিটা দুবছরের হোক। এতটুকু সম্মান জানানো হোক তাকে। বহু সাফল্যের সেনানী, ৩৫ বছরের তারকার কথাটা রাখেনি রিয়াল, বিচ্ছেদই তাই পথে এলো।
রামোস-রিয়াল গল্পটা কিংবদন্তি পর্যায়ের। দেড়যুগের কাছাকাছি, দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক। বৃহস্পতিবার অধিনায়ককে সংবাদ সম্মেলনে বিদায় জানাবে রিয়াল।
সেই ২০০৫ সালে, সেভিয়া থেকে রিয়ালে এসেছিলেন। তখনকার কোনো স্প্যানিশ ডিফেন্ডারের রেকর্ড ট্রান্সফার ছিল। দীর্ঘ যাত্রায় এনেছেন বহু সাফল্য। রিয়ালে ৬৭১ ম্যাচে করেছেন ১০১ গোল।
শিরোপাও জিতেছেন শোকেস ভরে! মোট ২২টি। চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ ৪বার করে, লা লিগা ৫বার। জিনেদিন জিদানের কোচিংয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গী করে, টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্মৃতি সঙ্গী করে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন রামোস।