টাঙ্গাইলে ৩৮৫টি নমুনা পরীক্ষায় রেকর্ড ১৬৫ জনের করোনা শনাক্ত

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় ১জনের মৃত্যুসহ নতুন করে আরো ১৬৫জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২১ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মোঃ সাহাবদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, ৩৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৮৬জন, দেলদুয়ারে ৯ জন, সখীপুরে ৩ জন, বাসাইলে ২ জন, কালিহাতীতে ২০ জন, ঘাটাইলে ৩ জন, মির্জাপুরে ৬ জন, নাগরপুরে ৬ জন, গোপালপুরে ১২ জন, ভূঞাপুরে ১৭ জন, মধুপুরে ১ জনসহ মোট ১৬৫ জন।

জেলায় শনাক্তের হার শতকরা ৪২ দশমিক ৮৫ ভাগ। জেলায় মোট করোনা রোগী ৬২৭৪ জন। মোট সুস্থ হয়েছন ৪৩৯৮ জন। মোট মৃত্যুবরন করেছেন ৯৯জন।

 

Print Friendly

Related Posts