গাজীপুর সংবাদদাতা: কলম্বিয়া থেকে বিশাল সমুদ্র পথ পাড়ি দিয়ে কন্টেইনারে গাজীপুরে আসা অজগর সাপটি মারা গেছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।
তিনি জানান, শনিবার (১৯ জুন) টঙ্গীতে আনোয়ার ইস্পাতের আনা লোহার কাঁচামাল আনলোড করার সময় অজগরটি কর্তৃপক্ষের নজরে আসে। পরে বন বিভাগকে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করে। সেখানে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সোমবার (২১ জুন) সাপটি মারা যায়।
তিনি বন্যপ্রাণী গবেষকদের বরাত দিয়ে আরও জানান, এই প্রজাতির সাপের বাংলাদেশে বিচরণ নেই। যদিও এটি বোয়া অজগরের কাছাকাছি প্রজাতি। প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের সাপটি তিন মাস জাহাজে ভেসে কন্টেইনারে বাংলাদেশে আসে।