ইজিবাইক গোডাউনে আগুন, তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গাজীপুর সিটি-কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় চায়না থেকে আমদানীকৃত ব্যাটারিচালিত ইজিবাইকের যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৩ জুন) ভোরে গাজীপুরের চৌরাস্তায় চান্দনা সিনেমা হলের ভেতরে ভাড়া নেয়া লুমিনাস এন্টারপ্রাইজের গুদামে আগুন লাগলে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, বুধবার ভোর সোয়া ৫টার দিকে ওই অগ্নিকাণ্ডের খবর পান তারা।

জয়দেবপুর  ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানার কাজ শুরু করেন। প্রায় সোয়া ঘন্টার চেষ্টায় সকাল পৌণে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

লুমিনাস এন্টারপ্রাইজের  ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন লাল্টু জানান পরিত্যাক্ত চান্দনা সিনোমা হলটি প্রায় ৩বছর ধরে গুদাম হিসেবে ভাড়া নেয়া হয়েছে। সেখানে চায়না থেকে আমদানি করার পর অটোরিকশার যন্ত্রাংশ এখানে মজুদ রেখে সারা দেশে বিক্রি ও সরবরাহ করা হয়।

সকালে আগুন লেগে সেখানে থাকা ইজিবাইক অটোরিকশার মোটর, চার্জার, বডি, চাকাসহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। তিনি দাবি করেন প্রায়  তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts