ইফতেখার শাহীন: দক্ষিণ অঞ্চল বরগুনায় করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে জেনারেল হাসপাতাল সুত্রে।
এর আগে শনিবার ৭ জন, শুক্রবার ৬ জন রোগী শনাক্ত হয়। বরগুনা সদর হাসপাতাল সন্দেহজনকসহ আইসোলেশনে বর্তমানে মোট ৩১ জন ভর্তি রয়েছে। সিভিল সার্জন ডা: মারিয়া হাসান জানান, হঠাৎ করেই গত এক সপ্তাহে বরগুনায় করোনা সংক্রমণ আবার বেড়েছে।
হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহের পরিমান আগের চেয়ে বাড়ার সাথে সাথে করোনার ভ্যাকসিনও দেয়া হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে গত এক মাসেরও বেশি সময় ধরে বরগুনায় সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় বরগুনার সাথে ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বর্তমানে বন্ধ। তবে, বরগুনার মাছ বাজার সংলগ্ন ব্রীজের উপর ভাসমান বাজার, মাছ বাজার এবং পান পট্রীসহ শহরের আনাচে কানাচে কোন রকম সুরক্ষা ছাড়াই মানুষের ঢল লক্ষ করা যায়। এ জন্য নেই কোন বিধি নিষেধ।
বরগুনার জেনারেল হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬ জন ছাড়িয়েছে।