শায়েস্তাগঞ্জে ৩ ইউনিয়নে ৩৭৩ প্যাকেট গুড়ো দুধ প্রদান

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক করোনাকালীন সময়ে শিশুখাদ্য হিসেবে ৩ ইউনিয়নে ৩৭৩ প্যাকেট গুড়ো দুধ প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এসব দুধ প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের কাছ থেকে ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া ১২৫ প্যাকেট, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুলবুল খান ১২৩ প্যাকেট ও নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ১২৫ প্যাকেট গুড়ো দুধ গ্রহণ করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, প্রত্যেক প্যাকেটে ৫০০ গ্রাম গুড়ো দুধ রয়েছে। হতদরিদ্র শিশুদের মাঝে এসব বিতরণ করে দিবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা মিলে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, প্রাপ্যদের মাঝেই এসব দুধ বিতরণ করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত এসব বিতরণ করে দেওয়া হবে। বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হতদরিদ্র লোকেরা।

মামুন/হবি

Print Friendly

Related Posts