শায়েস্তাগঞ্জ থানা ভবন সবুজায়নে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা ভবনের প্রাঙ্গণ সবুজায়নে শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসব গাছের চারা আনুষ্ঠানিকভাবে রোপণ করা হয়।

পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে। গাছের ফল থেকে পুষ্টি পাচ্ছি। পাওয়া যাচ্ছে জ্বালানী কাঠ। তাই আসুন সামাজিক বনায়নে অংশ গ্রহণ করি। পরিবেশ বাঁচাই। ধরণীকে ভবিষ্যত প্রজন্মের জন্য বসবাস উপযোগী রাখি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন ও আব্দুল জলিল প্রমুখ।

মামুন/হবি

Print Friendly

Related Posts