ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। এখন অপেক্ষা কোয়ার্টার-ফাইনালের।

এরইমধ্যে ইউরোর শেষ আটের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ আটের টিকিট পেয়েছে ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০২ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল বেলজিয়াম ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

শনিবার (০৩ জুলাই) তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক। একই দিনে রোমের স্তাদিও অলিম্পিকোয় চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে যে যার মুখোমুখি:

সুইজারল্যান্ড-স্পেন

বেলজিয়াম-ইতালি

চেক রিপাবলিক-ডেনমার্ক

ইংল্যান্ড- ইউক্রেন

Print Friendly, PDF & Email

Related Posts