আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।জেলায় গত ২৪ ঘন্টায় ৬২৮ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২৫৭জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্তসহ রেকর্ড ১৬জনের মৃত্যু হয়েছে।
তার মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৭ জন এবং জেনারেল ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৯জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সফিকুল ইসলাম সজিব এ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া সারাদেশের সাথে টাঙ্গাইল জেলায় লকডাউন চলছে। এবারের লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ সেনাবাহিনী মাঠে রয়েছে। তারই প্রেক্ষিতে সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বঙ্গবন্ধু সেনানিবাসের ক্যাপ্টেন ইসতিয়াকের নেতৃত্বে ১ প্লাটুন সেনাবাহিনী শহরে টহল শুরু করে ।
এসময় ক্যাপ্টেন ইসতিয়াক বলেন , মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জরুরী কাজ ছাড়া বের হওয়া যাবেনা । লকডাউন সফল করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবে সেনাবাহিনী ।