পত্রিকা বিক্রেতা রুবেলকে খাদ্য সামগ্রী দিলেন কাউন্সিলর আব্বাস তালুকদার

হবিগঞ্জ প্রতিনিধি: করোনাকালে কঠোর বিধি নিষেধ থাকায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের স্থানীয় দৈনিক পত্রিকা বিক্রেতা রুবেল মিয়ার পত্রিকা বিক্রিও বন্ধ আছে। তার ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।

শনিবার (৩ জুলাই) বিকেলে রুবেল মিয়া এসব কথা জানিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারের কাছে খাদ্যসামগ্রী সহায়তা চান।

রুবেল মিয়াকে খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, লবণ, ডাল উপহার প্রদান করেন পৌর কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদার।

কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুবেল মিয়া জানান, তিনি পত্রিকা বিক্রি করে মা, বোন, স্ত্রী ও দুই কন্যা সন্তানের জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন দোকানপাট বন্ধ থাকায় স্থানীয় দৈনিক পত্রিকা বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে লোকজনের কাছ থেকে সহায়তা নিয়ে তাকে পরিবার চালাতে হচ্ছে।

আব্বাস উদ্দিন তালুকদার বলেন- রুবেল মিয়া আমার ভোটার নয়। তাতে কি হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু পরিমাণ খাদ্য সামগ্রী তাকে উপহার দিয়েছি। অত্যন্ত ভাল লাগছে। আশা করছি, এ সময়ে খাদ্যসামগ্রী পাওয়ায় তার উপকার হবে। শুধু রুবেল নয়, এভাবে আমি নিঃস্বার্থে অসহায় লোকজনকে সহায়তা করছি।

মামুন/হবি

Print Friendly

Related Posts