এমপি আবু জাহিরের রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ রোটারী ক্লাবের দোয়া অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: রোটারিয়ান অ্যাডভোকেট মো. আবু জাহির ও তার স্ত্রী আলেয়া জাহিরের রোগ মুক্তি কামনায় রোটারী ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত নিয়মিত পাকি সভা অনুষ্ঠিত হয়। সভায় দোয়া পরিচালনা করেন প্রেসিডেন্ট ইলেক্ট এএসএম মহসীন চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট এডিশনাল ট্রেইনার শহীদ উদ্দীন চৌধুরী, লেফটেন্যান্ট গভর্নর তবারক আলী লস্কর, ডেপুটি গভর্নর প্রফেসর নাজমুল হক, ডেপুটি গভর্নর শফিকুল ইসলাম সেলিম, এসিস্ট্যান্ট গভর্নর মিজানুর রহমান শামীম, ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার শফিকুল বারী আওয়াল, ডিস্ট্রিক্ট কমিটি চেয়ার রেজাউল মোহিত খান, ডিস্ট্রিক্ট সার্জেন্ট এট আর্মস সৈয়দ আব্দুল বাকি ইকবাল, পিপি মোদারিছ আলী টেনু, আইপিপি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, অধ্যাপক ইলিয়াছ বখত জালাল, শুভজিৎ দেব, শেখ জামাল মিয়া, বেলাল আহমেদ, আব্দুল আউয়াল তালুকদার, তানবিরুল হাসান শ্যামল, নন্দিতা রায়, চাঁদনী চৌধুরী, ইন্টার‌্যাক্ট কাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ইমাদ রশিদ প্রমুখ। সভার শুরুতে রোটারী ইনভোকেশন পাঠ করেন প্রশান্ত কুমার দাশ।

প্রসঙ্গত, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সদস্য রোটারিয়ান অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি গত ২ জুলাই দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হন। ৩ জুলাই তার স্ত্রী আলেয়া জাহিরের শরীরেও করোনা শনাক্ত হয়। বর্তমানে এমপি আবু জাহির ও আলেয়া জাহির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামুন/হবি

Print Friendly

Related Posts