টাইব্রেকারে হেরে সুয়ারেজ-কাভানিদের বিদায়

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে রোববার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হয় উরুগুয়ে। সমানে সমান লড়াই করেও টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষার কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে ড্র হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেয় কাভানি-সুয়ারেজরা।

টাইব্রেকারে উরুগুয়ের এডিনসন কাভানি গোল করেন। কিন্তু পরের শটেই মিস করেন হোসে গিমিনেজ। তৃতীয় শট থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিন্তু চতুর্থ শটে মিস করেন মাতিয়াস ভিনা। অন্যদিকে কলম্বিয়া তাদের চারটি শট থেকেই গোল আদায় করে সেমিফাইনাল নিশ্চিত করে।

অবশ্য এই ম্যাচের নায়ক ছিলেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। এটি ছিল তার দেশের হয়ে রেকর্ড ১১২তম ম্যাচ। আর এমন রেকর্ড গড়া ম্যাচে তিনি কিনা টাইব্রেকারে উরুগুয়ের দুই-দুটি শট রুখে দিয়ে দেশকে তোলেন সেমিফাইনালে।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়া আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে। অন্য সেমিফাইনালে লড়বে ব্রাজিল ও পেরু।

Print Friendly, PDF & Email

Related Posts