ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রনে গোলড়া হাইওয়ে পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। লকডাউনে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে জরুরি যানবাহন ছাড়াও ব্যক্তিগত যানবাহন ঘাট এলাকায় চলে আসলে সেগুলো জরুরি যানবাহন পারাপারের সময় ফেরিতে উঠে পড়ছে। পাটুরিয়ামুখী এসব অপ্রয়োজনে বাইরে আসা যানবাহন নিয়ন্ত্রনে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া বাস্টস্ট্যান্ডে কাজ করছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। পাটুরিয়ামুখী জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন ফেরত পাঠানো হচ্ছে। সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ডে বসানো হয়েছে ব্যারিকেড।

সোমবার ( ৫ জুলাই) বিকাল ৩ থেকে সাড়ে ৪ টা পর্যন্ত গোলড়া বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কুষ্টিয়াগামী ট্রাক চালক ওবায়দুর রহমান বলেন, ট্রাকে জরুরি খাদ্যপণ্য আছে। গোডাউন থেকে বের হওয়ার সময় সকল প্রকার কাগজপত্র নিয়ে বের হয়েছি। গোলড়া আসার হাইওয়ে পুলিশ সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখিয়েছি। কাগজপত্র যাচাই বাছাই করে ট্রাক ছেড়ে দিয়েছে।

আটিগ্রাম এলাকার  সিফাত রহমান বলেন, জরুরি কিছু ওষুধ কিনতে মোটর সাইকেল নিয়ে মানিকগঞ্জ যাচ্ছি। এ ওষুধগুলো মানিকগঞ্জ শহর ছাড়া আমাদের এলাকায় পাওয়া যায় না। গোলড়া চেকপোস্টে পুলিশ ডাক্তারি ব্যবস্থাপত্র দেখে ছেড়ে দিয়েছেন।

গোলড়া এলাকার তমিজ উদ্দিন বলেন, এ লকডাউনে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়েছেন। সকাল থেকে অনেক মোটরসাইকেল ও প্রাইভেটকার অপ্রয়োজনে বাইরে আসায় পাটুরিয়ামুখী যেতে পারেননি। এভাবে যানবাহন নিয়ন্ত্রন করা গেলে লকডাউন বাস্তবায়ন হবে।

গোলড়া হাইওয়ে থানার থানারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেন, সরকার ঘোষিত লক বাস্তবায়নে কাজ করছে গোলড়া হাইওয়ে থানা পুলিশ। পাটুরিয়ামুখী জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন ছাড়া কোন যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

জেডএইচসি/মানিকগঞ্জ

Print Friendly, PDF & Email

Related Posts