করোনাকালীন সময়ে বেশ ক’টি উপসর্গ দেখা দিতে পারে। এরমধ্যে অক্সিজেনের অভাব হলে এসপিডোজ পারমা মাদার ২০ ফোঁটা ১ ঘন্টা পর পর ২/৩ বার খেলে অক্সিজেনের অভাব দূর হয়ে যাবে। এলার্জী কিংবা শ্বাসকষ্ট হলে আর্সেনিক অ্যালবাম – ২০০ ৪/৫ ফোঁটা খাবেন।
কাশি থাকলে ব্রায়োনিয়া অ্যালবাম- ৩০ ২ ঘন্টা পর পর ২/৩ বার খাবেন। জ্বর হলে বেলেডোনা- ৩০ ১ ঘন্টা পর পর ২/৩ বার খাবেন। তবে এখনকার জ্বরে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। সেক্ষত্রে ইউপেটরিয়াম পার্ফ- ২০০ ৪/৫ ফোঁটা করে দিনে ৩/৪ বার খাবেন।
জ্বরের সাথে মাথা ঘুরানো ভাব থাকলে জেলসিমিয়াম- ৩০ রাতে ৪/৫ ফোঁটা করে ১ ঘন্টা পর পর ২ বার খাবেন। জ্বরের সঙ্গে হাঁচি- কাশি থাকলে এসব ঔষধের পাশাপাশি ফেরাম ফস-6x ২ ঘন্টা পর পর অথবা দিনে ৪ বার খাবেন ৪ টা করে।
ডাঃ মনিরুল ইসলাম মানিক
ডিএইচএমএস (ঢাকা), এফডব্লিউটি (কলকাতা), ডি মেগ (নয়াদিল্লি)।
অধ্যাপক, নরসিংদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রঃ)
চেম্বারঃ ঢাকা হোমিও হল (প্রাঃ) লিঃ
৩২ নয়া পল্টন,২য় তলায় ২য় দোকান,ফকিরাপুল ট্রাফিক সিগনাল,ঢাকা। বিকাল ৪টা থেকে রাত ৮টা।
মেহেদী হোমিও ফার্মেসী
৫৩\৫ কাপ্তান বাজার রোড,জয়কালি মন্দির, ওয়ারী,ঢাকা (মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা থেকে- ৩টা)।
জাহান হোমিও হল
৩২১ উত্তর গোড়ান, সিপাইবাগ বাজার (ভূতের গলি), খিলগাঁও, ঢাকা। রাত ৯টা থেকে ১২টা।
০১৭১২০২২৬৮৬, ০১৫৫২৫৪১২২৩