করোনা রোগী বাড়লেও বরগুনায় হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, চিকিৎসক

ইফতেখার শাহীন: সারাদেশে করোনা যখন ভয়াবহ রুপ ধারণ করেছে। ঠিক এমনি সময়ে বরগুনা জেলা সদর হাসপাতালে বাড়ছে করোনা রোগির সংখ্যা। সেই সাথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য সরঞ্জামাদিরও রয়েছে ব্যাপক ও লাগাতার সঙ্কট।

জেলা সদর হাসপাতালটি ২০১৮ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত হলেও গত ২০১৯ সালে করোনা শুরুর দিকে নামে মাত্র চালু করা হয় হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটের কার্যক্রম। অক্সিজেন সরবরাহ চালু থাকলেও রোগির সংখ্যানুপাতে এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। তাই, শুধু করোনা সংক্রমিত রোগিরা নয় সাধারণ রোগিরাও সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনা ইউনিটে পর্যাপ্ত শয্যার অভাবে অধিকাংশ করোনায় আক্রান্ত রোগিরা মেঝেতে ঢালাওভাবে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এ বিষয়ে হাসপাতালের তত্বাবধায়ক সোহরাব হোসেন জানান, বরগুনা হাসপাতালের সমস্যা দীর্ঘদিনের। এখানে চিকিৎসক ও শয্যা সঙ্কট। স্বাস্থ্যকর্মী নেই বললেই চলে। তাই, দ্রুত এ সমস্যার সমাধান না করতে পারলে কোভিট ও নন কোভিট হাসপাতাল চালানো দুরুহ হয়ে যাচ্ছে।

Print Friendly

Related Posts