টাঙ্গাইলে করোনায় আক্রান্ত সংখ্যা ১০ হাজার ছাড়ালো

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম।গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাজেদ আলী মিয়াসহ ৬ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

এদিকে নতুন করে জেলায় ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৪৩৮টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৮৬ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪২ দশমিক ৪৬ ভাগ।

শনিবার(১০ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫১ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ২৫১ জন। সর্বমোট মারা গেছে ১৫৬ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২৪ জন।

এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮১ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ৯ নিয়ে মোট ১২৪ জন।

 

Print Friendly

Related Posts