টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকান্ড

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ ইউনিটের হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে হাইভোল্টেজ হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বড় কোন দুর্ঘটনা ঘটেনি।

এদিকে আগুনের সূত্রপাত হলে আইসিইউ ইউনিটের চিকিৎসাধীন ১০ রোগীসহ পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা রোগীরা মুহুর্তেই বেড ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খানসহ সংশিস্নষ্টরা হাসপাতালে ছুটে যান।

 

Print Friendly

Related Posts