মোকাম্মেল হক মিলন, ভোলা: কোভিড-১৯ এর কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান করোনা সংকট মোকাবেলায় সোনালী ব্যাংক লিমিটেড ভোলা জেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাভাবিক জীবন যাপনে অসামর্থ্য ও ক্ষতিগ্রস্ত জনগনের মধ্যে অনুদান দিয়েছে।
রবিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ করা হয়।
এ সময় ৮৮ টি অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান হিসাবে প্রতি পরিবারকে নগদ ২০০০ টাকা করে ১,৭৬,০০০ টাকা প্রদান করা হয়।
আর্থিক অনুদানকালে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, এ ধরনের সহায়তার মাধ্যমে সমাজের হত দরিদ্রদের সাহায্য করতে হবে।
এছাড়া এ সময়ে উপস্থিত সোনালী ব্যাংক লিমিটেড, ভোলার অঞ্চল প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক নিজ হাতে সোনালী ব্যাংকের নামকরণ করেছেন। তার হাতে প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতির জনকের জন্মশত বার্ষিকীতে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য সোনালী ব্যাংকের আজকের এ অনুদান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম.হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও সোনালী ব্যাংক লিমিটেড, ভোলা শাখার ম্যানেজার কবির আহমেদ উপস্থিত ছিলেন।