বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যার ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এজন্য আত্মহত্যায় প্ররোচনার মামলা থেকে তার নাম বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘মুনিয়ার বোনের দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলা তদন্ত করে আমরা একটি নিরপেক্ষ চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছি।’
সোমবার (১৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এ প্রতিবেদনে মামলা থেকে সায়েম সোবহানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহযোগিতা নেওয়া হয়। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সূত্রে যেসব তথ্য পাওয়া গেছে, সবগুলো বিচার-বিশ্লেষণ করে এটাই প্রতীয়মান হয়েছে, মুনিয়া আত্মহত্যার সঙ্গে কারো সংশ্লিষ্টতা নেই।
উল্লেখ্য, ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।