টাঙ্গাইলে লকডাউনের দ্বিতীয় দিনে ১৮ হাজার টাকা জরিমানা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল ও কালিহাতী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১৮টি  মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন।
তিনি জানান, লকডাউন অমান্য করায় আজ লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে কালিহাতীতে ১১টি মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। তিনি জানান, কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যারা সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
Print Friendly

Related Posts