অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার দারুণ জয়, ব্রাজিলের গোলশূন্য ড্র

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে টোকিও অলিম্পিকে যাত্রা করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-২৩ দল, তুলেছে দারুণ এক জয়।

টোকিও অলিম্পিকে রোববার মিশর অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচের ৫২ মিনিটে একমাত্র গোলটি করেন ফাকুন্দো মেডিনা।

গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ২-০তে হেরে বসেছিল আর্জেন্টিনা। আর মিশর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে স্পেন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।

এই গ্রুপে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়াই। দুই ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে দুইয়ে আর্জেন্টিনা। তিনে স্পেন ও চারে মিশর।

গ্রুপপর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ২৮ জুলাই, বাংলাদেশ সময় বিকাল ৫টায় তাদের প্রতিপক্ষ স্পেন অনূর্ধ্ব-২৩ দল।

জার্মানি অনূর্ধ্ব-২৩ দলকে উড়িয়ে টোকিও অলিম্পিকে যাত্রা শুরু করা ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল পরের ম্যাচেই গোলশূন্য ড্র করেছে। আইভরি কোস্টের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা।

অলিম্পিক ফুটবলে রোববার আইভরি কোস্ট অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই দশজনের দল হয়ে পড়ে ব্রাজিল। যখন ডগলাস লুইস সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন।

অন্যদিকে আইভরিয়ানরাও দশজনের দল হয়ে পড়ে, ম্যাচের শেষদিকে ৭৯ মিনিটে ইবাউ কৌয়াস্সাই দুই হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়লে। তবে একজন করে কম নিয়ে খেলার সুবিধা কোনো প্রতিপক্ষই আদায় করতে পারেনি।

জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে টোকিও আসরে যাত্রা করেছিল ব্রাজিল। আইভরি কোস্ট ২-১ গোলের জয়ে শুরু করেছিল সৌদি আরবের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে।

গ্রুপ ‘ডি’তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিলই। দুই ম্যাচে তাদের সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দুইয়ে আইভরি কোস্ট। তিনে সৌদি আরব ও চারে জার্মানি।

গ্রুপপর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২৮ জুলাই, বাংলাদেশ সময় দুপুর ২টায় তাদের প্রতিপক্ষ সৌদি আরব।

Print Friendly

Related Posts