অন্যরকম জয়ের স্বাদ টাইগারদের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশের মাটিতে তিন ফরম্যাটে প্রতিপক্ষকে হারানোর রেকর্ড থাকলেও বিদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ সিরিজে জয়ের রেকর্ড করলো বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়েকে তিন ফরম্যাটে হারিয়ে সেই রেকর্ডের স্বাদ পেলো টাইগাররা।

গত ৭ বছরে ৭ বার বাংলাদেশ সফরে এসেছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডের নানা কীর্তি থাকলেও বিদেশের মাটিতে তিন ফরম্যাটে প্রথমবারের মতো জয়ের রেকর্ড করলো বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত ২৮ জুন সফরে যায় টাইগাররা। প্রায় একমাসের লম্বা সফরের সময়টা সুখ স্মৃতি নিয়েই দেশে ফিরবে টাইগাররা।

সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ওয়ানডে-টি-২০ সিরিজ জিতলেও, টাইগাররা হেরে গিয়েছিল টেস্টে। ২০০৯ সালে খর্ব শক্তির উইন্ডিজ দলকে টেস্ট-ওয়ানডেতে হারালেও টি-২০ সিরিজে হারাতে পারেনি সাকিবের দল।

এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পেলো বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ নিশ্চিত করা টাইগাররা গেল ম্যাচেই পারতো এ বৃত্ত পূরণ করতে। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা অপেক্ষা বাড়িয়েছে। তাই শেষ টি-২০ জিতে,সিরিজ জয়ের সঙ্গে অর্জনের খাতায় যোগ হলো আরো একটি নতুন অধ্যায়।

জিম্বাবুয়ের দেওয়া ১৯৪ রানের টার্গেটে নেমে শুরুর লড়াইয়ে পুরোপুরি পিছিয়ে বাংলাদেশ। ৬ ওভারে জিম্বাবুয়ের রান ছিল ৬৩, বাংলাদেশের ৫০! ১০ ওভারে বাংলাদেশের রান ৯০, জিম্বাবুয়ের ছিল ১০১! পাওয়ার প্লেতে ১৩ রানের এবং ১০ ওভারে ১১ রানের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। শেষ ১০ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১০৪ রান!

প্রয়োজন বিধ্বংসী এক ইনিংস। শামীম হোসেন পাটোয়ারি সেই কাজটাই করলেন। প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ রান করে মন জয় করেছিলেন। আজ ১৫ বলে ৬ বাউন্ডারিতে ৩১ রানের ম্যাচ বিজয়ী ইনিংস খেলে হৃদয়ে জায়গা করে নিলেন।

ওয়েলিংটন মাসাকাদজার বল লেগ সাইডে পাঠিয়ে যখন জয়সূচক রানটি নিলেন তখন ড্রেসিংরুমের নিচে সবার মুখে একটাই নাম, ‘শামীম… শামীম…।’ সীমানার কাছে মিঠুন শরীরের জড়তা কাটিয়ে তালি দেন। তাইজুলের মুখে চওড়া হাসি। রুবেল হোসেনের সেই কিলার স্মাইলিং লুক। সবটাই যেন সেই শামীমকে ঘিরে। ৫ উইকেটের জয়ে বাংলাদেশের হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।

দলের সবচেয়ে বড় ধ্রুবতারা সাকিব আল হাসান টি-টোয়েন্টির ফেরিওয়ালা। রান তাড়ার জয়টা উপভোগ করেছেন বেশ। তাইতো দলের সবাইকে পেছনে রেখে নিজের মুঠোফোনে সেলফি তুলে আনন্দ দ্বিগুণ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৯৩/৫ (মারুমানি ২৭, মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, রাজা ০, মায়ার্স ২৩, বার্ল ৩১*, জঙ্গুয়ে ১*; তাসকিন ২-০-২৮-০, সাইফ ৪-০-৫০-০, শরিফুল ৪-০-২৭-১, সাকিব ৪-০-২৪-১, নাসুম ৩-০-৩৭-০, সৌম্য ৩-০-১৯-২)।

বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৯৪/৫ (নাঈম ৩, সৌম্য ৬৮, সাকিব ২৫, মাহমুদউল্লাহ ৩৪, আফিফ ১৪, শামীম ৩১*, সোহান ১*; রাজা ১-০-১৩-০, চাতারা ৪-০-২৭-০, মুজারাবানি ৪-০-২৭-২, মায়ার্স ৪-০-৪২-০, জঙ্গুয়ে ৩-০-৪২-২, মাসাকাদজা ৩.২-০-৩৭-১)।

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী বাংলাদেশ

ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার

ম্যান অব দা সিরিজ: সৌম্য সরকার

Print Friendly

Related Posts