বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ ফটো সাংবাদিক মো. লুৎফর রহমান বীনু আর নেই।
সোমবার (২৬ জুলাই, ২০২১) দুপুর ১২ টায় খিলগাঁও এর বাসায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
মো. লুৎফর রহমান বীনু অত্যন্ত প্রতিভাবান একজন ফটো সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে অবসর নেন। এ ছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন।
তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো এ্যালবাম ও ছবির বই) ঢাকা-৭১, Struggle for Democracy, আমাদের প্রধানমন্ত্রী, এ চলার শেষ নেই।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মোঃ লুৎফর রহমান বীনু-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সূত্র: মাঈনুল আলম, যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব