সিনিয়র সাংবাদিক বজলুল করিম আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বজলুল করিম আর নেই।  বৃহস্পতিবার রাতে  বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি সাংবাদিকতা শুরু করেন বগুড়ার পাঁচবিবির মহীপুর হক্কুল এবাদ মিশন হতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কর্তৃক প্রকাশিত ‘হককথা প্রচার’ নামক এক অনিয়মিত প্রকাশনার মাধ্যমে। সর্বশেষ প্রায় ২০ বছর আগে বাংলাদেশ সংবাদসংস্থা (বাসস) কেন্দ্রীয় ডেস্কের বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন।

শুক্রবার  বাদ ফজর রূপনগর আবাসিক এলাকা ২৩ নং রোড জামে মসজিদে নামাজে জানাজার পর শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য বজলুল করিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: মাঈনুল আলম, যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব 

Print Friendly

Related Posts