সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৪০ তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর সাহেব বাড়ির বাসিন্দা বাংলাদেশের ২য় প্রধান বিচারপতি মরহুম সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ আগস্ট) বাদ আসর লস্করপুর আদর্শ ও একতা যুব সংঘের উদ্যোগে লস্করপুর জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার সৈয়দ আবু মিয়া, সৈয়দ ওয়াহিদ্দুজ্জামান নাজু, ওয়ার্ড মেম্বার মনির মিয়া, উছমান আলী মাস্টার, পেশকার হাসান বশির গাজী, মুজিবুল হকসহ এলাকার মুরুব্বীয়ান ও সংগঠনের সদস্যবৃন্দ ।

উল্লেখ্য, মরহুম সৈয়দ এ বি মাহমুদ হোসেন ১৯১৬ সালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ২ আগস্ট মারা যান। এর আগে তিনি ১৯৬৫ সালে হাইকোর্টের বিচারপতি এবং ১৯৭২ সালের ১৬ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর বাংলাদেশের ২য় প্রধান বিচারপতি নিযুক্ত হয়ে ১৯৭৮ সালে অবসর গ্রহণ করেন।

মামুন/হবি

Print Friendly

Related Posts